একুশে টেলিভিশনের চেয়ারম্যান আটক
প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৬:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে মধ্যরাতে আটক করা হয়েছে। পুলিশ বলছে পর্নোগ্রাফী অ্যাক্টে তাকে গ্রেফতার দেখিয়ে আজই আদালতে উপস্থাপন করা হবে।
চ্যানেলটির সিনিয়র রিপোর্টার কনক সারোয়ার জানিয়েছেন, গতরাত সাড়ে তিনটায় অফিসের গেট থেকে চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার ও পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন পর্নোগ্রাফী অ্যাক্ট অনুযায়ী একজন নারীর মামলার প্রেক্ষিতে মিস্টার সালামকে আটক করা হয়েছে।
তিনি জানান গত অক্টোবর বা নবেম্বরে একজন নারী ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেছিলেন। এরপর তদন্ত করতে পুলিশের এতদিন সময় লেগেছে।
মাসুদুর রহমান বলেন, “তাদের একটি অনুষ্ঠান আছে একুশের চোখ। সে অনুষ্ঠানে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছিলো একজন নারীকে কেন্দ্র করে। সে নারী ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করেছিলেন। সে মামলায় ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে”।
তিনি বলেন, “যেহেতু তিনি মালিক সেহেতু সেখানে কিছু প্রচার হলে তো তারা নলেজে থাকা ছাড়া সম্ভব নয়। তদন্তে যার যার নাম পাবো তাকেই গ্রেফতার করবো”।
তিনি বলেন, “সংশ্লিষ্ট প্রতিবেদক ও যারা জড়িত ছিল এদের অভিযুক্ত করা হয়েছে। সে প্রেক্ষিতেই তাকে গ্রেফতার হয়েছে। প্রতিবেদকেও গ্রেফতারের চেষ্টা চলছে”।
এর আগে গতকাল সোমবার বিকেলে প্রায় সব টিভি চ্যানেলের মতো একুশে টেলিভিশনেও বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ঘটনাবলী দেখানো হচ্ছিলো। এক পর্যায়ে বিভিন্ন স্থানে ইটিভি দেখতে পাচ্ছিলেন না দর্শকরা।
পরে বিএনপি চেয়ারপার্সন নিজেও অভিযোগ করেন যে তাদের কর্মসূচি দেখানোর কারণে ইটিভি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলছেন যে মামলায় সালামকে আটক করা হয়েছে সেটি নতুন কোন মামলা নয়। মামলা দায়েরের পর তারা অভিযোগগুলো তদন্ত করতে এতদিন সময় নিয়েছেন বলে জানান।
চ্যানেলটি তার ওয়েবসাইটে বলেছে চ্যানেলটির সম্প্রচার চালু আছে। এতে আরও বলা হয় বিভিন্ন এলাকায় ক্যাবল অপারেটরদের ডাউনলিংক সমস্যার কারণে সম্প্রচারে সমস্যা হয়েছে।