অবরোধেও প্রায় সচল ঢাকা
প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৫:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছে। অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভোর থেকে দূরপাল্লার বাস ও ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে ঢাকার অভ্যন্তরে যানবাহন চলাচল পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দিনের মতোই দেখা যাচ্ছে। আজ সকাল থেকে প্রচুর সংখ্যক বাস মিনিবাস ছাড়াও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে রাজধানীর সড়কগুলোতে। চালু আছে রেল যোগাযোগও।
নগরীর অধিকাংশ স্থানেই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
বিএনপি নেতাকর্মীদের কোন তৎপরতার খবর পাওয়া যায়নি।
গতকাল ৫ জানুয়ারি সোমবার বিকেলে গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে সেখান থেকেই সারাদেশে পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে তার বরাত দিয়ে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা আসে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে। সেখানে বলা হয় সারাদেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত চলবে।
আজ সকালে ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহ জানিয়েছেন, মহাখালী ও গাবতলী থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
এদিকে, টানা তৃতীয় রাতের মত অবরুদ্ধ অবস্থায় গুলশান অফিসে রাত কাটিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
তবে, তার অফিসের সামনের মোতায়েন করা বিপুল সংখ্যক পুলিশ র্যাব প্রহরা শিথিল করা হয়েছে, এবং সেখানকার ইট-বালুর ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও, তার অফিসের প্রধান ফটকে এখনো তালা রয়েছে।
তবে, পিপার স্প্রেতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছিল, পরে তার চিকিৎসক এসে তাকে দেখেছেন, এবং রাতেই জানানো হয়েছে তিনি সুস্থ আছেন।
এছাড়া, জাতীয় প্রেসক্লাবে এখনো আটকে আছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর বাইরে রাজশাহী, নাটোর, চট্টগ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জে আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়া হয়নি বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে।
তবে, গতকাল সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সারাদেশে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবারের মত আজও ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে সরকার দলীয় নেতাকর্মীরা।
তবে, এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশে মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।