বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৪:৪৪ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল ৫ জানুয়ারি সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ডা. প্রনয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি কামরান চোধুরী, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, কাউন্সিলর জেহীন সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি সিদ্রাতুল কাদির আবির, সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।