কমলগঞ্জে ২০ দলীয় জোটের মিছিলে পুলিশের বাধা, আটক ২
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ১০:০৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে আজ ৫ জানুয়ারি সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পণ্ড হয়েছে। এসময় উভয়পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারী নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ছাত্র শিবির ও বিএনপির দুই কর্মীকে আটক করে। সকাল ১১টায় ভানুগাছ বাজারের ১০নং মোড় থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। সাড়ে সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার অদূরে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকেও ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করতে চাইলে বিক্ষোভকারী জামায়াত নেতাকর্মীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে দক্ষিণ কুমড়াকাপন গ্রামের ইসলামী ছাত্র শিবির কর্মী মাসুম মিয়া (১৭) ও পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিএনপি কর্মী বাবুল মিয়া (৪৫) আটক করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ ঘটনায় দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কমলগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।