হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মিভূত, ৪০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৭:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলার সুতাং (শাহজিবাজার) বাজারে ২০টি দোকান আগুনে পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
গতকাল ৪ জানুয়ারি রোববার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সুতাং বাজারের মোল্লা মার্কেটের লেপ-তোষকের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে একটি মসলা তৈরির কারখানা, একটি সারের দোকানসহ ওই মার্কেটের ২০টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ ও মাধবপুর দমকল বাহিনীর দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মুহিত খান চৌধুরী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।