সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৬:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হলের সিট দখলকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতেব্জ ৫ জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল ৪ জানুয়ারি রোববার রাত ১০ টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ঋত্বিক দেব অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সিট দখল নিয়ে সকাল থেকে উভয় গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি এবং কথাকাটাকাটি হয়। বিকেলে শিক্ষকরা এসে উভয় পক্ষকে শান্ত করেন। এক পর্যায়ে এক গ্রুপ বঙ্গবন্ধু হলে এবং ওপর গ্রুপ কিবরিয়া হলে অবস্থান নেয়।
রাত ১০টার দিকে আবারও কথাকাটাকাটি শুরু হলে উভয় গ্রুপ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইটের আঘাতে প্রক্টর মিটু চৌধুরী আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
তবে, সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নিক্রিয় ভূমিকায় ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
এ ব্যাপারে মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, হলের সিট দখল নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়।
তবে তিনি পুলিশ নিষ্ক্রিয় থাকার কথা অস্বীকার করেন।
সিকৃবির প্রক্টর মিটু চৌধুরী আহত হওয়া সত্যতা স্বীকার করে বলেন, উভয়পক্ষে মারামারি থামাতে গেলে পেটে ও হাতে ইটের আঘাত লাগে।
তবে এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, উভয় গ্রুপ নিজ নিজ হলে ফিরে গেছে।
তবে সংঘাতময় পরিস্থিতি এড়াতে আজ ৫ জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান সিকৃবি প্রক্টর।
এদিকে, সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্র জানায়।