বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৫:৪৪ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে আঞ্জুমান তালামীযে ইসলামীয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে গতকাল ৪ জানুয়ারি রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১২ টায় বড়লেখা পৌর শহরে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের মসজিদ মার্কেটের সম্মুখে এসে পথ সভায় মিলিত হয়।
র্যালি পরবর্তী পথ সভায় আঞ্জুমান তালামীযে ইসলামীয়া বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জয়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ্ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাও. মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কে.এম.ছালেহ আহমদ কবির, সহ-সভাপতি মাও. ক্বাজী আব্দুর রহমান, মাও. মো. নূর উদ্দিন, শিক্ষক ও সংগঠক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাও. ক্বাজী মো: আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, পৌর শাখার সভাপতি মাও. ফারুক উদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ্ বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ প্রমুখ।