বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৫:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
বেশ কিছুদিন ধরে বাদ পড়া অলরাউন্ডার নাসির হোসেন দলে ফিরেছেন।
জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। এখন পর্যন্ত একটি মাত্র একদিনের ম্যাচের অভিজ্ঞতা থাকলেও দলে তার অন্তর্ভুক্তি হয়তো কিছুটা চমক তৈরি করবে।
প্রেমিকাকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে নাজেহাল পেসার রুবেল হোসেনও দলে রয়েছেন।
জায়গা হয়নি ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং পেসার শফিউল ইসলামের।
বিশ্বকাপ দল সম্পর্কে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার আতহার আলী খান বলেন, আল আমিন হোসেন এবং সৌম্য সরকারের অন্তর্ভূক্তি এবং লেগ-স্পিনার জুবের হোসেন এবং ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাদ পাড়ায় তিনি কিছুটা অবাক হয়েছেন।
আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সম্প্রতি সন্দেহ করেছিল।
অনভিজ্ঞ সৌম্য সরকার সম্পর্কে প্রধান দল নির্বাচক ফারুক হোসেন বলেন, ব্যাটিংয়ের পাশাপাশি সিম বোলিং করার ক্ষমতার কারণে তাকে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক. মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, রুবেল হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার।