বড়লেখায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর ভস্মিভূত, ১৫ লক্ষ টাকর ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৪:৫৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল ৪ জানুয়ারি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপি’র বোয়ালী গ্রামের সেলিম উদ্দিন মেম্বারের বাড়িতে। অগ্নিকাণ্ডে বাড়ির ৭টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন অফিস ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ৪ জানুয়ারি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপি’র বেয়ালী গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস অফিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসত বাড়ির ৭টি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদটাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আজিজুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।