বড়লেখায় বাসে দুর্বৃত্তদের হামলা : চালকসহ ৪ যাত্রী আহত
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৪:৩৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় যাত্রী বহনকারী একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৪ জানুয়ারি রোববার রাত ৮টায়। এ সময় চালকসহ বাসের ৪ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী, বাসের চালক ও যাত্রীরা জানায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা পালকি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৫৩) বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা বাসে হামলা চালায়। এ সময় চালকসহ বাসের ৪ যাত্রী আহত হন।
আহতরা হলেন- বাসের চালক আসাদুল ইসলাম (৩৫), যাত্রী জুয়েল আহমদ (২৫), হাসান আহমদ (২৪) সাইদুল ইসলাম (২৮)। আহতদের বড়লেখা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
খবর পেয়ে বড়লেখা থানার সেকেন্ড অফিসার কাজী মো. জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।