খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ৩:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
রোববার বিকেল পৌনে ৫টান দিকে শহরের পৌরবিপণি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, নাদের আহমদ, রেজাউল হক, নূর হোসেন, জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ পৌর জিয়া পরিষদের সভাপতি কামাল পাশা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ ও ছাত্রদল নেতা জুনেদ আহমদ প্রমুখ।