শাহাদাত সাহেদের ছড়া
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ১:১০ অপরাহ্ণ
শাহাদাত সাহেদ
অসঙ্গতি
কত রকম অসঙ্গতি
এ সমাজে পাচ্ছে গতি
চিন্তা করে দেখুন-
এসব কারণ লেখুন।
হিসেব-নিকেষ মিলছে নাকি?
দিচ্ছি আমরা কত ফাঁকি
এ সবকে চেঞ্জ করুণ-
সুন্দর সমাজ গড়ুন।
অন্য লোকের দোষ দিবেন না,
নিজের কাজের খোঁজ নিবেন না?
এতটুকুই এনাপ
অসঙ্গতি বেনাপ।
Ban up= নিষিদ্ধ