দুপুর থেকেই ঢাকায় আসছে না দূরপাল্লার বাস
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ৮:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় দুটি প্রধান দলের পাল্টাপাল্টি কর্মসূচির আগেই আজ রোববার থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে।
সকালের পর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অন্যান্য জেলা থেকে বাস আসতে দেখা যায়নি।
ঢাকায় রাজনৈতিক কর্মসূচি ঘিরে নাশকতার আশংকা থেকেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানাচ্ছেন সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্ল। বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে সরকার কিংবা কোন সংগঠণ থেকে নির্দেশনা নেই বলে দাবি করেন খন্দকার এনায়েতুল্ল।
ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে জানা যাচ্ছে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকামুখী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
রাজশাহী থেকে জানা যায়, সকাল ৮ টার পর থেকে সেখানে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। যাত্রীদের অনেককেই বাস স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে।
স্থানীয় শ্রমিক ইউনিয়ন বলছে, বাস এবং বাসের কর্মচারীদের নিরাপত্তার খাতিরে রোববার সকাল থেকে ঢাকাগামী বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।