কমলগঞ্জে মণিপুরী কালচারাল কমপ্লেক্সের উদ্বোধন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ৪:৪৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার স্বন্দীপ চক্রবর্তী।
মৈতৈ মণিপুরী সম্প্রদায় আয়োজিত এ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশি মোহন সিংহের সভাপতিত্বে ও কল্যাণ সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার স্বন্দীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইয়া, আব্দুল মজিদ চৌধুরী ও চন্দ্রকীর্তি সিংহ। প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে ঐতিহ্যবাহী মৈতৈ মণিপুরী প্রথায় তাঁকে বরণ করে নেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের সংস্কৃতির উন্নয়নে ভারত সরকারের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ২০১৪ সালে মণিপুরী কালচ্যারাল কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়।
এদিকে বেলা ১ টায় ডেপুটি হাই কমিশনার কুলাউড়া উপজেলার বরমচালে তাঁর পূর্বপুরুষের বাড়ি পরিদর্শনে যান।