রাজনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ১০:৩১ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় করিমপুর খলাগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এঘটনায় সিএনজি অটোরিক্সাচালক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ ৩ জানুয়ারি শনিবার সকাল ১১ টার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুশুরিয়া নামক স্থানে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে করিমপুর খলাগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী উপজেলার নন্দিউড়া গ্রামের আলকাছ মিয়ার মেয়ে শাম্মি আক্তার (১৫) সিএনজি অটোরিক্সা যোগে বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় মৌলভীবাজার-ফেঞ্জুগঞ্জ সড়কের মশুরিয়া নামক স্থানে দাড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের পিছনে দ্রুতগতির সিএনজি অটোরিক্সাটি (মৌলভীবাজার-থ-১১-৯৫২৯) ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
রাজনগর থানার পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।