নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে ঢাকায় সমাবেশের অনুমতি দেয়া হবে না — স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ১০:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি যদি নাশকতার উদ্দেশ্য নিয়ে মাঠে নামতে চায় তাহলে ৫ জানুয়ারি ঢাকায় তাদের সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
গতকাল ২ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম হজ ও ওমরা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মাত্র তো ২ তারিখ। এখনো অনেক সময় আছে। বিএনপি সমাবেশের অনুমতি পাবে কিনা সেটা সময়মতো জানা যাবে।
৫ জানুয়ারির দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তির দিনে সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এ দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা করতে পুলিশের অনুমতি চেয়েছে তারা। অপরদিকে ওই দিনটি সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
এদিকে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি নেত্রী যে সাত দফা দিয়েছেন তা বিবেচনার জন্য তাকে আরো ৪ বছর অপেক্ষা করতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এ বিষয়ে আলোচনার আগে বিএনপি নেত্রীকে জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি স্পষ্ট করতে হবে। ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান সুরঞ্জিত সেনগুপ্ত।