সিলেটসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ৩ জানুয়ারি সকালে শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উত্তর অন্ধ্র-উড়িষ্যা উপকূলের অদূরে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।