লেনদেন কমলেও মূল্যসূচক ও অধিকাংশ শেয়ারের দর বেড়েছে
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৮:৩৯ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও মূল্যসূচক ও অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স এবং ডিএসই শরীয়াহ ও ডিএসই-৩০ সূচক সবগুলোই বেড়েছে।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮২৩ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৪১ পয়েন্টে।
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়া আগের সপ্তাহের চেয়ে ডিএসইএস সূচক ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪৩ পয়েন্টে উন্নীত হয়।
এদিকে সিএসসিএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৬২ শতংশ, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৭ শতাংশ এবং সিএএসপিআই সূচক বেড়েছে ২ দশমিক ০৩ শতাংশ।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৯ হাজার ১৯ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৯ হাজার ১৬৫ পয়েন্টে।
অপরদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৮৩৯ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৬২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১২ টাকা।
গত সপ্তাহে ডিএসইর ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দাম। লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ৮৯টির, কমেছিল ১৯৮টির ও অপরিবর্তিত ছিল ২৭টির দাম। আর লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেনও কমেছে। গেলো সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ২০৯ কোটি ৮১ লাখ ৯৪ হাজার ২৬৬ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ২২৪ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৭৫৩ টাকা।
অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- আলহাজ টেক্সটাইল, প্রাইম ইসলামী লাইফ, বার্জার পেইন্টস, এসিআই ফর্মুলেশন্স, দেশ গার্মেন্টস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, এমজেএল বাংলাদেশ, সায়হাম কটন মিলস ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি।
অন্যদিকে সপ্তাহ শেষে দরপতনের দিক দিয়ে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার, নর্দার্ন জুট, প্রোগ্রেসিভ লাইফ, কেয়া কসমেটিকস, স্টাইলক্রাফট, দুলামিয়া কটন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রোকেমিক্যাল।