ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৭:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগামীকাল রোববার ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মৌলভীবাজারে ছাত্রলীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা হয়েছে।
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ৪ জানুয়ারি রোববার। কিন্তু দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় একদিন আগে শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি পালন করছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি।
প্রসঙ্গত ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ। দেশ ও জাতি গঠনের প্রতিটি সোপানে ছিল সংগঠনটির গৌরবোজ্জ্বল ভূমিকা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান মূলত ছাত্রলীগ দ্বারাই সংঘটিত হয়। এ ছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর আন্দোলনে ছাত্রলীগের রয়েছে অসামান্য অবদান।