মৌলভীবাজারে বিজয়মেলা বন্ধের দাবিতে চেম্বারের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৬:৩৭ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
বিজয়মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজর দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ ২ জানুয়ারি শনিবার সকাল সাড়ে এগাটায় শহরের চৌমোহনা চত্বরে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধেন বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন, মনসুর আলম চৌধুরী টিপু, নিলিমেষ ঘোষ বলু, নাহিদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বিজয়মেলার নামে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। অদৃশ্য কোন এক ছায়ার মাধ্যমে হচ্ছে এ মেলা পরিচালনা। তাই অনতি বিলম্বে এ মেলা বন্ধ করতে হবে। তারা বলেন, যদি এ মেলা বন্ধ না করা হয় তাহলে আগামী ৫ জানুয়ারি সোমবার আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।