ধর্মপাশায় কথাকাটি থেকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৬:১১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল ২ জানুয়ারি শুক্রবার জানুয়ারি রাত ৮টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রফিক ডাক্তার গ্রুপের নয়নের এবং মোতালেব গ্রুপের সোহানের দু’টি দোকান ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে গুরতর অবস্থায় ইমরান (২৬), ফারুক (৩০), হযরত (৪৫) ও রোকনকে (৩৮) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোতালেব খান গ্রুপের কর্মী ফারুক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. রফিক চৌধুরীর গ্রুপের কর্মী নূরুল আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ১৫ জন আহত হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।