সিলেটে ১১ জামায়াত-শিবির কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৬:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট নগরী ও শহরতলী থেকে পৃথক অভিযান চালিয়ে ১১ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে গোপন বৈঠক থেকে ৬জন ও দরগা গেইটস্থ হোটেল হলিসাইড থেকে ৪ জনকে কতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে। অপর ১জনকে শহরতলীর আউশা থেকে জালালাবাদ থানা পুলিশ গ্রেফতার করে।
গতকাল ২ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে শ্রমিক কল্যাণ সমিতির ব্যানারে সিলেট জেলা জজ কোর্ট প্রাঙ্গণে গোপন বৈঠক করার সময় ৬ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে- মো. আনছার উদ্দিন (৩০), শাহিন আহমদ (২৬), মো. ইব্রাহিম (৩৫), আলী হোসেন খোকন (৪৫) ও মো. ইউনুস (৫০)। অপর একজনের নাম জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির একটি কক্ষে ‘শ্রমিক কল্যাণ সমিতি’র ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠকে বসে। সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা আদালত পাড়ার আশপাশে অবস্থান নেন। পরে বৈঠকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
অপর এক অভিযানে নগরীর দরগা গেইট হোটেল হলিসাইড থেকে ৪ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, আব্দুস সামাদ রণি (২৬), মো. শহিদুর রহমান (২২), আফজাল হোসেন (২০) ও সাদিকুর রহমান (২৮)।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈঠক চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নগরীর বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পুলিশের হাতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে ৬জনকে আটকের ব্যাপারে তিনি জানান, মাঠে নেমে বেশিক্ষণ থাকতে পারেনি জামায়াত শিবির। তারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া করে সটকে পড়ে। এখন শ্রমিক কল্যাণ, দর্জি কল্যাণ-এসব নামে বেনামে ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এদিকে, শহরতলীর বলাউড়ায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। তার নাম আবু সাঈদ মো. গিলমান (২৪)। সে সদর উপজেলার আউশা গ্রামের আহমদ নূরের পুত্র।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়ায় গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।