বড়লেখায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৪:৩০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার যুগ্ম-পরিচালক আবুল হাসানের উদ্যোগে বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামে শতাধিক দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ২ জানুয়ারি শুক্রবার বিকালে ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাজী মো. সুয়াইব আলীর সভাপতিত্বে ও আবুল কালাম টুনুর পরিচালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম-পরিচালক আবুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক আশুতোষ বিশ্বাস, সাংবাদিক তপন কুমার দাস, সাংবাদিক এ.জে লাভলু, ব্যবসায়ী ফরিন্দ্র বিশ্বাস, মো. আব্দুল হাফিজ, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।