শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আটক ৫০
প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০১৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিক্সা সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে গতকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ১ ঘণ্টাব্যাপী শহরের হবিগঞ্জ রোডে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিক্সা শ্রমিকরা হামলা চালিয়ে ৫/৬টি পণ্যবাহী জিপ ভাঙচুর করে। শ্রমিক সংঘর্ষে প্রায় ১ ঘণ্টা ঢাকা –সিলেট মহাসড়ক বন্ধ ছিল।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. সাইদুল হক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাটিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় সেখান থেকে প্রায় ৫০ জন অটোরিক্সা শ্রমিককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর বুধবার শহরের হবিগঞ্জ রোডে নিরাপদ দূরত্ব বজায় না রেখে জিপ গাড়ি কর্তৃক একটি সিএনজিকে ওভারটেক করার ঘটনায় সিএনজি চালকরা একজোট হয়ে মাইক্রো স্ট্যান্ডে এসে কৈয়ফিয়ত তলব করে। এসময় উভয় সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ সমঝোতায় বসলে তর্ক-বির্তকের এক পর্যায়ে উভয় সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।