মৌলভীবাজারে বই বিতরণ উৎসব পালিত
প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০১৫, ৩:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক-বড়লেখা-কমলগঞ্জ প্রতিনিধি ::
সারা দেশের মতো মৌলভীবাজারেও বছরের প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরেরর শিক্ষার্থীদের হাতে একযোগে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বড়লেখা
গতকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড কে.জি স্কুলে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।
কমলগঞ্জ
কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
গতকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বই বিতরণী অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান মহাজোট সরকারের একটি ঐতিহাসিক সফলতা। দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এটি একটি মাইল ফলক।
উপজেলা নির্বাহী কর্মকতা জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও কৃষ্ণ কান্ত সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, আজগর আলী ,জাহাঙ্গির আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব , সানোয়ার হোসেন প্রমুখ। কমলগঞ্জ উপজেলায় এ বছর প্রাথমিক স্তরে ২ লাখ ৪৪হাজার ৯৬৩ ও মাধ্যমিক স্তরে ৩ লাখ ৮০ হাজার ২০ টি বই বিতরণ করা হয়।