আজ গণমানুষের কবি দিলওয়ারের ৭৯তম জন্মদিন
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ১ জানুয়ারি একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৭৯তম জন্মদিন। ১৯৩৭ সালের ০১ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমায় জন্ম নেন এই কবি। ২০১৩ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
কবির ৭৯তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে কবি দিলওয়ার জন্মদিন উদযাপন কমিটি।
সাধারণ মানুষের কথা তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে ওঠে এসেছে বলে সিলেটের মানুষের কাছে তিনি ‘গণমানুষের কবি’। সাহিত্যে অবদানের জন্য ২০০৮ সালে একুশে পদক পান তিনি। এর আগে ১৯৮০ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।
১৯৫২ সালে সিলেটের উত্তর সুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এমসি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন দিলওয়ার। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে।
শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু হলেও এরপর রাজধানীতে গিয়ে সাংবাদিকতা শুরু করেন কবি। ১৯৬৭ সালে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন দৈনিক সংবাদে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩-৭৪ সালে দৈনিক গণকণ্ঠেও সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন৷
১৯৭৪ সালে সিলেটে ফিরে ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি পুরোমাত্রায় লেখালেখিতে মন দেন দিলওয়ার। তবে জীবনভর নানা রোগে ভুগতে হয়েছে সুরমাপাড়ের এই কবিকে।
১৯৬০ সালে পেশায় সেবিকা আনিসা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কবি দিলওয়ার। তাদের ছয় ছেলে।
কবি দিলওয়ারের উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
জিজ্ঞাসা, ঐক্যতান, উদ্ভিন্ন উল্লাস, ফেইসিং দি মিউজিক, স্বনিষ্ঠ সনেট ও রক্তে আমর অনাদি অস্থি। এছাড়া প্রবন্ধ, গান, ও ভ্রমণকাহিনিও লিখেছেন তিনি।