এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনা স্থগিত
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ১১:২৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার নির্দেশনাপত্র স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে নির্দেশনা জারির এক দিনের মাথায় আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় ওই নির্দেশনাপত্র স্থগিত করেছে বলে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৩১ ডিসেম্বর বুধবার বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে সব বিশ্ববিদ্যালয়কে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ভর্তি পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে।
মন্ত্রণালয়ের এই চিঠির ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তেএকজন উপাচার্য বলেন, মন্ত্রণালয়ের ওই অনুরোধ রাখতে গেলে শিক্ষার সর্বনাশ হয়ে যাবে।