সিলেট চেম্বারের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ৭:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত নির্বাচন গতকাল ৩১ ডিসেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।
অর্ডিনারি শ্রেণী থেকে ১২ জন, এসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন এসোসিয়েশন থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হলেন মোট ২২ জন পরিচালক। এসোসিয়েট ও ট্রেড ক্যাটাগরিতে ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী অর্ডিনারি শ্রেণিতে নির্বাচিত ১২ জন পরিচালকের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ইহতেশামুল হক চৌধুরী। তিনি পান ৬০৭ ভোট। এছাড়া, অর্ডিনারি শ্রেণিতে সালাহ্ উদ্দিন আলী আহমদ ৫৯৫ ভোট, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম ৫৬৮ ভোট, মো. ওয়াহিদুজ্জামান ভূট্টো ৫৫৩ ভোট, খন্দকার সিপার আহমদ ৫৪২ ভোট, এজাজ আহমদ চৌধুরী ৫০০ ভোট , মো. মামুন কিবরিয়া সুমন ৪৮৪ ভোট, আবু তাহের মো. শোয়েব ৪৩০ ভোট, আমিরুজ্জামান চৌধুরী ৪১৭ ভোট, মো. সাহিদুর রহমান ৪১৬ ভোট, নুরুল ইসলাম ৩৯৭ ভোট ও মুকির হোসেন চৌধুরী ৩৫৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া, এসোসিয়েট শ্রেণি থেকে যে ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হলেন, পিন্টু চক্রবর্তী, তার প্রাপ্ত ভোট ৪৫০, মাসুম আহমদ চৌধুরী মাকুম প্রাপ্ত ভোট ৪৩৫, জিয়াউল হক প্রাপ্ত ভোট ৩৪৬, লায়েছ উদ্দিন প্রাপ্ত ভোট ৩৩১, চন্দন সাহা প্রাপ্ত ভোট ৩০৯ ও আব্দুর রহমান ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ট্রেড গ্রুপ থেকে বশিরুল হক ৮ ভোট, হিজকিল গুলজার ৭ ভোট ও এমদাদ হোসেন ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। টাউন এসোসিয়েশন থেকে শামীম আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। তাঁকে সহায়তা করেন সিনিয়র সহকারি কমিশনার কামাল হোসেন ও সহকারি কমিশনার আনিছুর রহমান।
সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হক জানান, কোন প্রকার বিশৃংখলা ছাড়াই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, ফলাফলও শান্তিপূর্ণভাবে ঘোষণা করা হয়েছে। এই জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২ অক্টোবর সিলেট চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। সিলেট ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারে দু’টি পক্ষ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি সম্পন্ন করে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দু’জন প্রার্থী প্রতিপক্ষ প্রার্থীদের মনোনয়নের বৈধতা নিয়ে আদালতে রীট করেন। এরপর আদালত নির্বাচন স্থগিত করেন। এরই প্রেক্ষিতে দীর্ঘ ১৬ মাস চেম্বারের নির্বাচন স্থগিত ছিলো। সম্প্রতি ব্যবসায়ী নেতাদের দু’পক্ষ সমঝোতায় পৌঁছলে আদালত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। সেই মোতাবেক গতকাল ৩১ ডিসেম্বর বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।