কারাগারে অসুস্থ সিলেট সিটি মেয়র আরিফুল, চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ৬:৪৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল ৩১ ডিসেম্বর বুধবার সন্ধ্যার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। কারা চিকিৎসকদের পরামর্শে গতকাল রাতেই তাঁকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় পাঠানো হয়েছে।
হবিগঞ্জে কারাগার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত মঙ্গলবার হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, মেয়র আরিফুল হক চৌধুরীর আইনজীবী ও হবিগঞ্জ জেলা বারের সেক্রেটারি এড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, মেয়র আরিফুল হক চৌধুরী আত্মসমর্পণের সময় তার অসুস্থতার বিষয়টি তিনি তুলে ধরে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ মেয়র আরিফকে অনেকটা গোপনীয়ভাবে ঢাকায় পাঠানোর কাজটি সম্পন্ন করে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের এম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।