সাংবাদিক সমিতি কুলাউড়ার আয়োজনে চার প্রবাসীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ১১:২০ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় কমিউনিটি নেতা ও প্রবাসীদের দেশে আগমন উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের আয়োজনে ৪ জন প্রবাসীকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধা ৭টায় সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাংবদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতির মু. ইমাদ উদ-দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, সাংবাদিক সমিতির সহসভাপতি আলাউদ্দিন কবির, নির্বাহী সদস্য এম মছব্বির আলী, মোক্তাদির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সভাপতি আজিজুল ইসলাম, কমিউনিটি নেতা প্রবাসী মো. জসিম উদ্দিন, প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, আরব আমিরাত আলাইন আ.লীগের সভাপতি মো. লোকমান হোসেন আনু, প্রবাসী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলা উদ্দিন প্রমুখ।