শ্রীমঙ্গলে চা বোর্ডের পরিচালকের বিদায় সংর্বধনা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ১১:০৩ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের পরিচালক মো. হারুন-অর-রশিদ সরকারের চাকুরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাইনউদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ চা বোর্ডের (পিডিউ)’র আয়োজনে শ্রীমঙ্গল পিডিউ মিলনায়তনে বাংলাদেশ চা বোর্ডের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ সরকারের বিদায় সংর্বধনার আয়োজন করা হয়।
বিদায় সংর্বধনা অনুষ্ঠানে বিটিআরআই এবং পিডিউ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাইনউদ্দীন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।