মাস্টার্স ভর্তি পরীক্ষার ফল ৪ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ১০:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামী ৪ জানুয়ারি প্রকাশ করা হবে।
আজস ৩১ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল ওই দিন বিকাল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে NU<space>AT<space>Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থেকেও ফলাফল পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।