চুনারুঘাটে পিকেটিংয়ের চেষ্টাকালে শিবির সভাপতিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৮:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রশিবির সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান (২৬) ও শিবির কর্মী নাজিম আলী মীর (২০)।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, আটক নেতাকর্মী হরতালের সমর্থনে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।