ছাতকের মণিপুরী পল্লীতে দুর্বৃত্তদের হামলায় ৩ জন আহত
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৮:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ছাতকের সীমান্তবর্তী মণিপুরী পল্লীতে দুর্বৃত্তদের হামলায় অবসর প্রাপ্ত সেনাসার্জেন্ট রবীন্দ্র কুমার সিংহসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহত সার্জেন্টকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দুর্বৃত্তরা ৪টি গরু নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর ইউনিয়নের রাসনগর-ধনীটিলা মণিপুরী পল্লীতে।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর সোমবার গভীর রাতে ২০-২৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তদল মণিপুরী পল্লীতে হানা দেয়। দুর্বৃত্তরা প্রাক্তন ইউপি সদস্য স্বপন কুমার সিংহসহ গকুল চাঁন সিংহ, নিহার রঞ্জন সিংহ, শৈলেন্দ্র সিংহ ও নিশিকান্ত সিংহের বাড়িতে একযোগে হানা দিয়ে দরজা ভাঙার চেষ্টা চালায়। এ সময় মোবাইল ফোনে দুর্বৃত্তদের হানার বিষয়টি অবগত করলে গ্রামবাসী দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসে। এক পর্যায়ে দুর্বৃত্তদের হামলায় অবসর প্রাপ্ত সেনাসার্জেন্ট রবীন্দ্র কুমার সিংহ, নন্দ রাণী সিনহা ও শিক্ষক লাল বিহারি সিংহ আহত হয়। আহত রবীন্দ্র কুমার সিংহকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাসনগর, ধনীটিলা মণিপুরী পল্লীর ৯০ পরিবারের প্রায় সাড়ে ৫ শতাধিক নারী-পুরুষ আতঙ্কে ভুগছেন।
গ্রামের লোকজন জানান, মণিপুরী সম্প্রদায়কে বিতাড়িত করে ভূ-সম্পদ দখল ও টিলা কেটে পাথর উত্তোলন করতে একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে। পূর্ব পরিকল্পিতভাবে এঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করেন।
ছাতক থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান, পার্শ্ববর্তী গ্রামের একটি পক্ষের সাথে রাসনগর ধনীটিলা মণিপুরী সম্প্রদায়ের মন্দির নিয়ে বিরোধের জের ধরেই ঘটতে পারে এ ঘটনাটি।