সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৭:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ ৩১ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে নগরীর জেল রোডস্থ চেম্বার বিল্ডিংয়ে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে চেম্বারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট পিটিশন নং- ৯৮২১/২০১৩ এ হাইকোর্টের ১৮-১২-২০১৪ তারিখের আদেশের প্রেক্ষিতে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের স্থগিতকৃত নির্বাচন আজ ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরবর্তী অন্যান্য কার্যক্রম নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে-
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় জেল রোডস্থ চেম্বার কার্যালয় অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ৩ জানুয়ারি ২০১৫ শনিবার বিকেল ৩টা পর্যন্ত। আপিল শুনানী ও নিষ্পত্তির শেষ তারিখ (যদি থাকে) ৫ জানুয়ারী ২০১৫ সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারি ২০১৫।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের সময় ভোটারদের ভোটার আইডি কার্ড সাথে আনতে হবে।
সিলেট চেম্বার অফিস সূত্রে জানা যায়, গত বছরের নির্বাচনী তফসীল অনুযায়ী বৈধ প্রার্থীরাই নির্বাচনে প্রার্থীতা করবেন। প্রার্থীরা হলেন- সিলেট ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি শ্রেণিতে সালাহ উদ্দিন আলী আহমদ, খন্দকার সিপার আহমদ, আবু তাহের মো. শোয়েব, এজাজ আহমদ চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান ভূট্টো, আমিরুজ্জামান চৌধুরী ও মো. আব্দুল কাইয়ূম। এসোসিয়েট শ্রেণিতে মাসুম আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, জিয়াউল হক, হানিফ মোহাম্মদ, আব্দুর রহমান ও ওয়াহিদুজ্জামান চৌধুরী। টাউন এসোসিয়েশনের শামীম আহমদ। তবে, গোলাম রব্বানী চৌধুরী গত সোমবার স্থানীয় পত্রিকায় বিবৃতি দিয়ে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করছেন না বলে জানিয়েছেন।
অপরদিকে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি শ্রেণিতে হাজি মো. জামাল উদ্দিন, মো. মামুন কিবরিয়া সুমন, মো. আবুল হাসনাত, একে এম আহাদুস সামাদ, এম এ রউফ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মো. হাম্মাদ রব চৌধুরী, মো. মবশ্বির আলী, হাফিজুর রহমান খান, শান্ত দেব, হাছিন আহমদ মিন্টু ও আব্দুস সামাদ তুহেল। এসোসিয়েট শ্রেণিতে লায়েছ উদ্দিন, চন্দন সাহা, মো. মনিরুজ্জামান, মো. আব্দুল হামিদ, স্বর্ণলতা রায়, সৈয়দ কামাল উদ্দিন। ট্রেড গ্রুপের মো. সিরাজুল ইসলাম, মো. এমদাদ হোসেন, মো. বশিরুল হক, হাজি ইফতেখার আহমদ সোহেল। দুটি পরিষদের বাইরে একমাত্র প্রার্থী জালালাবাদ ভেজিটেবল ফ্রোজেন ফিস রপ্তানীকারক গ্রুপের হিজকিল গুলজার।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর চেম্বার নির্বাচনের দিন ধার্য ছিল। তবে নির্বাচনের দু’দিন আগে প্রার্থী হাফিজুর রহমান ও হাছিন আহমদ মিন্টুর দায়ের করা রিট পিটিশনের (৯৮২১/২০১৩) প্রেক্ষিতে হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য চেম্বার নির্বাচনের ব্যাপারে স্থগিতাদেশ প্রদান করেন। এর পরে গত এক বছর নির্বাচন স্থগিত ছিল।