সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩, আহত ৫
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৬:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল আব্দুল বাছেদ (৩০), খালেক এন্টারপ্রাইজের চালক ঢাকার মিরপুর এলাকার মতিউর রহমানের পুত্র মফিজুর রহমান (৩০) এবং পুলিশের রিকুইজিশন করা পিকআপ চালক নাটোরের জাহিদ হাসান প্রামানিক (২২)।
আজ ৩১ ডিসেম্বর বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের কড্ডা ও মুলিবাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহসহ আরো পাঁচ জন যাত্রী। তারা প্রাথমিক চিকিৎসা নেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪২২৬) মহাসড়কের ওই স্থানে বিকল হয়ে পড়ে। পরে বাসটির চালক সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে মেরামত করার চেষ্টা করছিল। এ সময়ে পুলিশের একটি টহল গাড়ি তাদের কাছে আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বাস ও পিকআপকে ধাক্কায় দেয়। এতে বাসচালক মফিজুল, পিকআপ চালক জাহিদ ঘটনাস্থলে নিহত হন। আহত পুলিশ কনস্টেবল বাছেদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।