কমলগঞ্জে কুষ্ঠ রোগীদের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৫:৫৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার হীড বাংলাদেশের আয়োজনে কমলগঞ্জে কুষ্ঠ রোগীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় হীডের প্রকল্প হল রুমে এ অনুষ্ঠান হয়েছে।
সম্মেলনে বিভিন্ন চা বাগান থেকে ৬০ জন রোগী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ্। কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন।
কুষ্ঠ প্রজেক্ট এর কো-অর্ডিনেটর পরেশ দেবনাথের সভাপতিত্বে ও জেলা সুপারভাইজার মোস্তাফিজুর রহমান মহসীনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, শ্যামল কুমার চৌধুরী, মান্না পেবেগু, মোশাররফ হোসেন, ধলই ভাইলাল গড়, আতাউর রহমান, হিমাংসু কুমার দাস, বাবুল আহির, বিকাশ কৈরী, সঞ্জয় কৈরী প্রমুখ।
সম্মেলনের প্রারম্ভে কুষ্ঠ রোগীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়।