দিনাজপুরের বীরগঞ্জে সোহাগ পরিবহনের বাস উল্টে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ১০:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার প্রেমবাজার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দিনাজপুর সদর উপজেলার নিমতলা বালুবাড়ী গ্রামের প্রয়াত মো. মোতাহার আলীর ছেলে বাসের সুপারভাইজার মো. গোলাম মোস্তফা (৩৮), গাইবান্ধা সদর উপজেলার বলদিয়া গ্রামের মো. নাসিফ উদ্দিনের ছেলে ও বীরগঞ্জ ব্রাক কর্মকর্তা কোরবান আলী (৪৫), বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী গ্রামের রবিউল ইসলাম স্ত্রী ও কাহারোল সমবায় অফিসের কর্মচারী কাহারোল শামিমা আকতার (৩০), একই ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের প্রয়াত ইসলাম উদ্দীনের মেয়ে লায়লা বেগম (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনাজপুরগামী সোহাগ পরিবহনের একটি বাস পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আসছিল। সকাল ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার দাসপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও তিনজন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শওকত আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যায়।