জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ১০:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার বেড়েছে। একইসঙ্গে এই বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।
এবার সিলেট বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ; গত বছর যা ছিল ৯১ দশমিক ১৫ শতাংশ। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৭২ শতাংশ আর ছেলেদের ৯১ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩০ জন মেয়ে আর ১ হাজার ৮৮০ জন ছেলে শিক্ষার্থী।
তবে মোট জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা এই বছর কমেছে। গতবছর ৫ হাজার ৭৪৮ জন জিপিএ-৫ পেলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১০ জনে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান এসব তথ্য জানান।
তিনি জানান, চলতি বছর জেএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৫৫ জন। ৪৮ হাজার ২৬০ জন ছেলের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ১০২ জন এবং ৬১ হাজার ২২৫ জন মেয়ের মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৫৩ জন।
ফলাফলে এগিয়ে যেসব স্কুল
চলতি বছর জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে প্রথম হয়েছে নগরীর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, যা গতবছর ছিল দ্বিতীয় স্থানে। আর গত বছর প্রথম স্থানে থাকা সিলেট ক্যাডেট কলেজ এবছর চলে এসেছে দ্বিতীয় স্থানে। এবছর তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, চতুর্থ স্থান দখল করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পঞ্চম হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।
এদিকে সিলেট বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এই বোর্ডের অধীনে সিলেট জেলায় পাসের হার ৯৩ দশমিক ২৯, হবিগঞ্জে পাসের হার ৯২ দশমিক ৮, মৌলভীবাজারে ৮৯ দশমিক ৭৩ এবং সুনামগঞ্জে ৮৯ দশমিক ৪২ শতাংশ।