রাজনগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ৯:৪৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ পদাতিক ডিভিশনের (জালালাবাদ ক্যন্টনমেন্ট) ‘৫১ ফিল্ড এ্যাম্বুলেন্স’ বিভাগ শীতকালীন মহড়ার অংশ হিসেবে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় রোগীদের বিনা মূল্যে ঔষধও দেয়া হয়। গত সোমবার ও আজ মঙ্গলবার ২দিনে প্রায় ২৫০জন বিভিন্ন ধরনের রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
৫১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে এ.ডি.এস-২ এর ক্যাম্প কামান্ডার ক্যাপ্টেন সাদিক এলাকার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র দেন। এসময় তাকে সহযোগিতা করেন সার্জেন্ট মুহিবুর রহমান, ল্যান্স কর্পোরাল মোস্তফা, সৈনিক আবু তাহের, স্থানীয় ইউপি সদস্য হাজী মো. টিপু সুলতান তালুকদারসহ এ.ডি.এস-২ এর সকল সদস্যবৃন্দ।