প্রাথমিক সমাপনী ও ইবতেদায়িতে পাসের গড় হার ৯৬. ৯৫ শতাংশ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ৫:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের নথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের নথি তুলে দেন।
এ বছরের প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন শিক্ষার্থী। ইবতেদায়িতে পাসের হার ৯৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন শিক্ষার্থী।
দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনের পর বিদ্যালয় ও মাদ্রাসাগুলোয় ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েও ফল জানা যাবে।
গত ২৩ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। প্রায় ৩১ লাখ শিক্ষার্থী সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেয়।