বড়লেখার বীর মুক্তিযোদ্ধা মোহিত রঞ্জন দাসের পরলোকগমন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ৫:০৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদার, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহিত রঞ্জন দাস (৬২) আর নেই। গতকাল ২৯ ডিসেম্বর সোমবার ভোরে ঢাকাস্থ কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেন গেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় তার অন্তষ্টিক্রিয়ার পূর্বে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ার নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টুসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোহিত রঞ্জন দাসের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।