বড়লেখায় বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:২৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের বড়লেখায় আফতাব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে শাহেদপুর এলাকা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
আফতাব আলী উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহেদপুর গ্রামের বাসিন্দা এবং সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হোসেন আলম জানান, সকালে আফতাব আলীর কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।