অবুঝ দুই শিশু শ্রীমঙ্গল থানা হেফাযতে
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:০৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
আজ ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা এলাকায় কে বা কারা এই দুটি কন্যা শিশুকে ফেলে রেখে যায়। এরপর পথচারী ও স্থানীয়দের দৃষ্টি পড়ে শিশু দুটির উপর। তখনও শিশু দুটি শীতে আর ক্ষুধার জ্বালায় হাউ মাউ করে কাঁদছিল।
পরে খবর পেয়ে থানা শ্রীমঙ্গল পুলিশ এসে শিশু দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
কন্যা শিশু দুটি নিজেদের নাম, এমনকি বাবা মা’র নামও বলতে পারে না। ধারণা করা হচ্ছে, শিশু দুটির বয়স একটির দেড় থেকে ২ ও অপরটির ২ থেকে আড়াই বছর হতে পারে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, শিশু দুটির পরিচয় খুঁজে পেতে স্থানীয়ভাবে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।