কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে এ পর্যন্ত নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর কমলাপুরে আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে ট্রেন-কার্ভান ভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে দু’জন ও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহত আনসার সদস্যের নাম মিজানুর রহমান (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- বাবুল (৩০), নাসির (২৫), মোস্তফা প্রধান (২৫), আলমগীর (৫০), মুজিবুর রহমান (৫০), অজ্ঞাত নারী (৩০), বিল্লাল (২৫), জিন্না (৩৫), কালাম (২৭)।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ জানান, সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশিরভাগ রোগীর অবস্থা গুরুতর।
এদিকে, জিরআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, এখন পর্যন্ত দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ১২-১৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর আইসিডি থেকে এনএস কার্গো সার্ভিসের একটি কার্গো বের হচ্ছিল। উল্টোদিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন প্রবেশ করলে ট্রেন ও কার্গোর মধ্যে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম জানান, এখন পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া ৮-১০ গুরুতর আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ট্রেনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান ডিআইজি।