সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচনের পুনঃভোট গ্রহণ ১৭ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৭:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচনের পুনঃভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে সাহিত্য সংসদের নির্বাচন কমিশন। আগামী ১৭জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাহিত্য সংসদের নির্বাচন কমিশনে আহ্বায়ক মুকতাবিস-উন-নূর, সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সদস্য হাসনু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সকল ভোটারকে ভোটার আইডি কার্ড সাথে আনার জন্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে গত ২৭ডিসেম্বর সাহিত্য সংসদের নির্বাচন চলাকালে সংঘটিত সন্ত্রাসী হামলা তদন্তের জন্যে সাহিত্য সংসদের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাহিত্য সংসদের সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচন চলাকালে সাহিত্য সংসদে হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি জানানো হয়। সন্ত্রাসী হামলায় সাহিত্য সংসদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্যে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।
উল্লেখ, গত ২৭ ডিসেম্বর সাহিত্য সংসদের নির্বাচন চলাকালে একদল বহিরাগত দুর্বৃত্ত ককটেল-বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে সংসদের অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে স্থাপিত ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ভর্তি দুটো ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। তারা নবনির্মিত সাহিত্য সংসদ ভবনের অত্যাধুনিক গ্লাস, আসবাবপত্র ভাঙচুর করে। এমন কি সংসদ আঙ্গিনায় রাখা বেশ কয়েকটি মোটর সাইকেলও ভাঙচুর করে।
এ ঘটনায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন।