সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আটক, প্রতিবাদে কাল আধাবেলা হরতাল
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৬:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট মহানগর ও জেলায় আগামীকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটকের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জজ কোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসন সেলিম হরতাল করার ঘোষণা করেন।
তিনি বলেন, কোনো কারণ ছাড়াই মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ৬টা পর্যন্ত জেলা ও মহানগরে হরতাল পালন করবে বিএনপি।
আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ তার সঙ্গে থাকা দুই ছাত্রদল কর্মীকেও আটক করা হয়। আটককৃত ছাত্রদলকর্মীরা হলেন- সুমন চক্রবর্তী ও জুয়েল আহমদ। তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে নিরুত্তাপভাবে চলছে। সকাল পৌনে ৮টায় নগরীর কাজিটুলা এলাকায় পৃথক ঝটিকা মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় তাদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অবরোধ করা হয়।
এছাড়া নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।