২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতালের মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিকের তুলনায় কম।
রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে মিনিবাস চলাচল করছে। তবে অন্য অন্য দিনের তুলনায় তা কম। এ ছাড়া সড়কে সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল করছে। রাজধানীর বাইরে থেকে ছেড়ে আসা দুরপাল্লার বাসগুলোকে রাজধানীতে ঢুকতে দেখা গেছে। এ ছাড়া দিনের বেলাও কিছু সড়কে ট্রাক চলাচল করছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান সদস্যদের পাশাপাশি র্যাব সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। চাষাড়া, শিবু মার্কেট, জালকুড়ি, সাইনবোর্ড এলাকায় দেখা যায়, সড়কে মিনিবাস, সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ট্রাক চলাচল করছে। তবে ঢাকা -নারায়ণগঞ্জ সড়কপথে কাউন্টার সার্ভিস বাসের কাউন্টার সকাল সাতটা পর্যন্ত বন্ধ দেখা গেছে।
সারাদেশে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপির কার্যালয় অবরুদ্ধ
২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ। শতাধিক পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া সেখানে পুলিশের কাভার্ড ভ্যান, রায়টকার, জলকামান প্রস্তুত রয়েছে।
এদিকে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের আগে গতকাল ২৮ ডিসেম্বর রোববার রাত আটটার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শামসুন্নাহার (৪৫), তাঁর ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮) দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও পুরানা পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
১৪৪ ধারা জারি করে ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসনের জনসভা ‘বানচাল’, দেশের বিভিন্ন স্থানে ওই দিনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হয়রানি ও গ্রেপ্তার এবং বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।