কমলগঞ্জে “মুক্তিযুদ্ধের গল্প শোনাই এসো” ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৫:৩০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “মুক্তিযুদ্ধের গল্প শোনাই এসো” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ ডিসেম্বর রবিবার দুপুর ১টায় মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল মোমিন ও শাব্বির এলাহীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুক্তিযোদ্ধা আরজদ আলী, নিমাই সিংহ ও আব্দুল বাছিত মাষ্টার, আব্দুস সোবহান, প্রণীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিন্টু দেবনাথ, মো. আসহাবুর ইসলাম শাওন, মো. সুমন আহমদ, পুলিন্দ্র চ্যাটার্জী, তামান্না রহমান সাদিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা মো. আরজদ আলী, নিমাই সিংহ ও আব্দুল বাছিত। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি গান, নৃত্য, কবিতা ও নাটক পরিবেশন করেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও অতিথিদের উপহার প্রদান করা হয়।
এদিকে কমলগঞ্জ উপজলার পতনউষার ইউনিয়নের ১৮জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় জাতীয় কবি নজরুল ইসলাম সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পতনউষার ইউনিয়ন জনমিলন কেন্দ্র সংবর্ধনা দেওয়া হয়েছে।
আছাদুর রহমান বক্সের সভাপতিত্বে ও আফরোজ আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল মনিম তরফদার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আলহাজ্ব আব্দুল হান্নান চিনু, তওফিক আহমদ বাবু, অলি আহমদ খান, মাহমুদুর রহমান বাদশা। বক্তব্য রাখেন হিফজুর রহমান, আমিনুল ইসলাম, বয়তুল হক চৌধুরী, মিলু প্রমুখ।