হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১:০৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা আগামীকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন সড়কে টহল দেওয়া শুরু করেছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।